Breaking News

কৃষ্টি-সংস্কৃতি রক্ষায় ঠাকুরগাঁওয়ে আদিবাসী সংস্কৃতিক মেলা  

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ॥ কৃষ্টি – সংস্কৃতি রক্ষা এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ঠাকুরগাঁওয়ে আ দিবাসী সংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়েছে।
আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে ও আদিবাসী ওরাঁও সংঘের সহযোগিতায় শনিবার দুপুরে পৌর শহরের গোবিন্দনগর ১৭৬ নং সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যা লয় মাঠে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।
আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দোমিনক তিজ্ঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আলমগীর কবীর।
এ সময় উপস্থিত ছিলেন আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর সহÑসভাপতি সুরভী কেরকা টা,সা ধারণ সম্পাদক ব্রিজি তা তিরকী, উদীচী ঠা কুরগাঁও জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়া নুল হক রিজু, সহসভাপতি অমল টি ক্কু,লেখক রাজা সহি দুল আসলাম সহ আদিবাসী সংস্কৃতি গোষ্ঠীর সদস্যরা।
মেলায় আদিবাসীদের সংস্কৃতি, তাদের পোশাক, খাবার, সহ ব্যবহার্য বিভিন্ন তৈজসপত্রের প্রদর্শন করা হয়। মেলার উৎসবে আদিবাসীদের নিজস্ব ভাষায় ছড়া, নৃত্য, গান, অ ভিনয় এবং ঢোল বাজানোর প্রতিযোগিতায় অর্ধশ তাধিক আদিবাসী শিক্ষার্থী অংশ নেয়।
এছাড়াও মেলায় তাদের নিজস্ব খাদ্য বাঁশের গাড়া, শামু ক, ঝিনুক, কাঁকরা সহ ১২ ধরণের খাদ্য সামগ্রী, তীর-ধনু কসহ ব্যব হার্য বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, আদিবাসীদের নিজস্ব ঐতিহ্য, শিল্পকলা ও সামা জিক জীবনধারার প্রচার ও প্রসারের একটি গুরুত্বপূর্ণ মা ধ্যম এ মেলা, যেখানে তারা নিজেদের ঐতিহ্য তুলে ধরে এবং একে অপরের সাথে মতবিনিময় করে।
আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি-কালচার রক্ষা করা, সামা জিক বন্ধন জোরদার করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই এ মেলার আযোজন করা হয়।

About admin

Check Also

হরিণাকু-ুতে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন (৪৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *