Breaking News

কেন্দ্রীয় বিএনপির আজিজুল বারী হেলালকে পাইকগাছা বিএনপির অভ্যর্থনা 

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধিঃ
কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে অভ্যর্থনা জানিয়েছেন পাইকগাছা বিএ নপির নেতাকর্মীরা।
অভ্যর্থনা জানানোর লক্ষ্যে ১৫ অক্টো বর বুধবার বিকাল ৪ টার সময় শত শত নেতাকর্মী নিয়ে উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় অবস্থান নেয় উপজেলা বিএন পির সাবেক সাধারণ সম্পাদক ও সোলা দানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক।
কয়রা উপজেলা যুবদল আয়োজি ত যুব সমাবেশে যা ওয়ার পথে বিকাল সাড়ে ৪ টার দিকে জি রোপয়েন্ট পৌছায় কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আ জিজুল বারী হেলাল।
এসময় এসএম এনামুল হকের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী হড় কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজে লা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা ইউনুস আ লী, শামীম জোয়ার্দার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বিএনপি নেতা আমিনুর রহমা ন, সুজিত মন্ডল, আবুল বাশার বাচ্চু, আনোয়ারুল কাদী র, আব্দুল হাকিম সানা, হাবিবুর রহমান, আব্দুস সাত্তার, রাজিব নেওয়াজ, যুবদল নেতা ওবায়দুল্লাহ, ফয়সাল রাশেদ সনি, কিশোর মন্ডল  ও ওবায়দুল্লাহ সরদার।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *