পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর:কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বুড়ীভদ্রা নদীর তীরে অব স্থিত বসুন্তিয়া মহাশ্মশানে বুধবার (৫ মার্চ-২৫) সকাল থেকে সাড়ে তিনটা পর্যন্ত ৪র্থ তম ভাগবত পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বক্তা হিসেবে ধর্মজ্ঞান বিতরণ করেন, কপি লমুনির গদা য়পুর গ্রামের তাপসী দেবী দাসী। স্থানীয় বক্তাদের মধ্যে ছিলেন, সুমন রায়, অরুণ হালদার, গৌতম হালদার প্রমূখ। অনুষ্ঠানে পূজারী ছিলেন, বসুন্তিয়া গ্রামের সাধন রায় (দাস)।
পবিত্র গীতা পাঠ করেন, মিলন কুমার রায়। বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায় বলেন, শ্মশানে এই ৪র্থ তম অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ব্যাংকার অম রেন্দ্র নাথ সিংহ, কন্দর্পপুর রাধাগোবিন্দ মন্দিরের তত্ত্ববধায়ক ও সমাজ সেবক অ রূণ সিংহ, মন্দিরের সভাপতি দীপক কুমার পাল, সাধারণ সম্পা দক গোবিন্দ চন্দ্র পাল, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবদাস ঘোষ দেবু, বিদ্যানন্দকাট -মঙ্গলকোট সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সহ-সভাপতি গোপাল ঘোষ, বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায়, সাধারণ সম্পাদক বাসুদেব দাস, বসু ন্তিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি মাস্টার সুজিত কুমার সরকার, সাধারণ সম্পা দক মাস্টার প্রদীপ কুমার দেবনাথ, বসুন্তিয়া বাঁশতলা কালীপূজা মন্দিরের সভাপতি সমীত রায় প্রমূখ।
এর পর ভোগ আরতি ও নাম কীর্তন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে প্রসাদ, যুগল অন্ন বিতরণ করা হয়।
দূর দুরান্ত থেকে প্রায় এক হাজার ভক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভক্তদের মধ্যে কোলাকুলি ও প্রনা ম নিবেদন করতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *