Breaking News

কেশবপুরে কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অপু’র লিফলেট বিতরণ

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর :কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক ও যশো র-৬ (কে শবপুর) আসনে ধানের শীষ প্রতী কের মনোনয়ন প্রত্যা শী অমলেন্দু দাস অপু-এর নেতৃত্বে য শোরের কেশবপুর উপ জে লার হাসানপুর ইউনিয়নের সুড়ি ঘাটা ও বগা বাজারে মি ছিল, গণসংযোগ, লিফলেট বিত রণ এবং প থসভা করা হয়ে ছে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর-২৫) সন্ধ্যা থেকে  বিএনপির রাষ্ট্র মে রামতের ৩১ দফা প্রচার কমিটির উদ্যোগে বিএনপির বিভি ন্ন প র্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে তিনি টিটাবাজিতপুর এলাকার বিএনপি নে তা আশ রাফ আ লীর অসুস্থতার খবর শুনে তাকে দেখতে যা ন ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভান্ডারখোলা বাজারে গণসং যোগকরেন।
তিনি শুড়িঘাটা বাজারে লিফলেট বিতরণ ও পথসভায়  প্রধা ন অতিথির বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন, হাসানপুর ইউনিয়ন বিএনপি র সহ- সভাপতি নজরুল ইসলামসহ অনে কে।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …

One comment

  1. কেশবপুরে কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অপু’র লিফলেট বিতরণ