পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর:কেশবপুরে “ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন” প্রতিপাদ্য বিষয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগি তায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৪ পালন করা হয়েছে।
এ উপলক্ষে শণিবার (৬ এপ্রিল) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন-এর সভাপ তিত্বে ও উপজেলা বিআরডিবি অফিসার সুজন কুমার চন্দ-এর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলো চনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য নূরুল ইসলাম খান, বিকেএসপির খেলোয়ার মাহাফু জুর রহমান প্রমুখ।