Breaking News

কেশবপুরে নানা আয়োজনে জাতীয় কন্যা  শিশু দিবস-২০২৫ উদযাপন  

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর 
“আমি কন্যা শিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে  কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
কেশবপুর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলা দেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিল নায়তনে কন্যা শিশু সমাবেশ, আলোচনা সভা, শপথ গ্রহণ, ও সাং স্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (৮ অক্টোবর) সকালে আলোচনা অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী-এর সভাপতিত্বে এবং উপ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্ম কর্তা আনজু মনোয়ারা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভা ষক কাকলী রানী দাশ, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যা লয়ের প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন, কেশবপুর পাইলট মাধ্য মিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলক্ষ্মকনা শ্যামা বিশ্বাস। 
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা জামান প্রাপ্তি, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যাল য়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাঈশা মারজান পূর্ণতা। 
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন, প্রণভি সিংহ, প্রনালী সিংহ, হিয়া সাহা, গান পরিবেশন করেন, অংকিতা বিশ্বাস অর্থী, খুশি অধিকারী, কবিতা আবৃত্তি করেন, সামিয়া নেওয়াজ, শাইবা ইসলাম আস্থাসহ সঙ্গীরা।
কন্যাশিশু বক্তারা দাবী করেে বলে, “কন্যাশিশুদের নিরা পত্তা, মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে এবং তাদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। আমাদের সাথে ছেলে শিশুদে রও সমান অধিকার দিতে হবে।”
অনুষ্ঠানে কেশবপুর শিশু এ্যাকাডেমীর প্রশিক্ষক ও পাঁজিয়া মাধ্য মিক বিদয়ালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানা র্জি, উদীচী শিল্পী গোষ্ঠী কেশবপুর শাখা সংস দের সাধারণ সম্পা দক নিমাই চাঁদ নন্দন, কার্য্যনির্বাহী কমি টির সদস্য কবি প্রনব মণ্ডল মানব, শিশু শিল্পীরা, অভিভাবক ও সুধী জনেরা উপস্থিত ছিলেন। 

About admin

Check Also

হরিণাকু-ুতে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন (৪৬) …