Breaking News

কেশবপুরে “শেকড়ের সন্ধানে”র আলোচনা  ও মতবিনিময় সভা 

পরেশ দেবনাথ, ভ্রাম্যমাণ প্রতিনিধি
১৯৯৯ সাল থেকে যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে “শেকড়ের সন্ধানে” আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বে চ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা “শেকড়ের সন্ধানে” আয়োজিত সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমান ব তার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর-২৫) সকালে কেশবপুর উপজেলা শহরের “শেকড়ের সন্ধানে”র নিজস্ব কার্যালয়ে ওই প্রাণ বন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে সংগঠনের প্রতি ষ্ঠাতা পরিচালক শেখ মি জানুর রহমান মায়া প্রতিষ্ঠানের সার্বিক বিষয় তুলে ধরেন।
 “
শেকড়ের সন্ধানে-এর মিডিয়া উপদেষ্টা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব এস আর সাঈদ-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচনা করেন, শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ কা দের, কিসমত চাকলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিহার রহমান, সিনিয়র সাংবাদিক জনাব পরেশ চন্দ্র দেবনাথ, চুয়াডাঙ্গা কৃষ্ণনগর মাধ্যমিক বি দ্যালয়ের সহ কারী শিক্ষক ও কবি উজ্জ্বল কুমার ঘোষ, মোঃ গোলাম মোস্তফা, শিক্ষক মণিরুজ্জামান, কবি আ ব্দুস সালাম মুর্শিদী, কবি মোঃ জাকারিয়া হোসেন, কবি আব্দুল হাই হাদী, ছাত্র নূর হোসেন বাঁধ, শিক্ষার্থী রাশেদুল ইসলাম প্রমূখ।
কবি ও লেখক  উজ্জ্বল কুমার ঘোষ তার লেখা “কবিতা তোমার জন্য” বই সকলকে উপহার দেন। অবশেষে সং গঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া-এর স্ত্রী অসুস্থ্য থাকায় উপস্থিত সকলে তার দ্রুত সুস্থ্যতা কামনা করেন।

About admin

Check Also

হরিণাকু-ুতে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন (৪৬) …