Breaking News

কেশবপুরে সংস্কৃতি পরিষদ কর্তৃক পরীক্ষার সনদ বিতরণ 

পরেশ দেবনাথ, কেশবপুর,যশোর:
কেশবপুরে সংস্কৃতি পরিষদ কর্তৃক বার্ষিক সার্টিফিকেট পরীক্ষার সনদপত্র বিতরণ করা হয়েছে। কেশবপুর মধুসূদন সঙ্গীতালয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (১০ অক্টোবর-২৫) কেশবপুর মধুসূদন সঙ্গীতাল য়ের আ য়োজনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি লেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপ ক ও প্রাক্তন বিভাগীয় প্রধান ড. দেবপ্রসাদ দাঁ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মধুসূদন সঙ্গীতালয়ের সুহৃদ জনা ব কামরুজ্জামান হোসেন, অনুপম মোদক,প্রভা ষক প্রানেশ বিশ্বা স, নিমাই চাঁদ নন্দন, মধুসূদন সঙ্গীতালয়-এর বিভিন্ন বিভাগের শি ক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন,অন্তি পা ল, অলোক বসু, পরিচালক, মধুসূদন সঙ্গীতালয়।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …