আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতি সংঘ।
জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংএ মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানান।
ব্রিফিং এ তার কাছে বাংলাদেশের চলমান কোটা আন্দোলন নিয়ে জানতে চাওয়া হয়।
মি. ডুজারিক বলেন, “ আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত। উদ্বেগ নিয়েই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আমি মনে করি, বাংলাদেশসহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে”।
“শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক মানবাধিকার। বাংলাদেশ সরকারের উচিত মানুষের এ অধিকার নিশ্চিত করা” বলেন তিনি।
মি. ডুজারিক বলেন, “যে কোন হুমকি ও সংঘাত থেকে প্রতি বাদকারীদের রক্ষা করার উদ্যোগ নিতে আমরা বাংলা দেশ সরকারের প্রতি আহবান জানাই”।