Related Articles
আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট)বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বাগেরহাটের মোংলায় গরিব ও মেধাবী শিক্ষা র্থী দের মাঝে বৃত্তি এবং অসহায় বিধবা মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় মোংলা উপজেলা অডিটোরি য়ামে রামপাল-মোংলা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এই বৃত্তি ও শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। সভাপতিত্ব করেন খুল না বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ সামিউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতী য়তাবাদী দল বিএনপির মোংলা পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিক, সাবেক কমিশ নার ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এমরান হোসেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোং লা উপজেলা সভাপতি শাহ আলম শেখ, পৌর স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন, সদস্য সচিব মোঃ নূরউদ্দিন টুটুল, বিএনপি নেতা মোঃ ফকরুল ইসলাম, মোঃ বাবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মোংলা সরকারি কলেজসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১০০ জন মেধাবী ও গরিব শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় এবং ২০০ জন অসহায় বিধবা মহিলার হাতে শাড়ি তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন—
“
দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় দরিদ্র, মেহনতি মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের কথা ভাবেন। তিনি আজ শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তাঁর আদর্শ, মানবিকতা এবং দেশপ্রেম কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে।
বেগম জিয়ার পক্ষ থেকে আজকের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আমরা সেই মানবিক বার্তাটিই ছড়িয়ে দিতে চাই।” তিন আরও বলেন,
“বর্তমানে শিক্ষা, গণতন্ত্র ও মানবাধিকারের নামে ভয়াবহ বৈষম্য চলছে ।
দেশের গরিব মানুষ এখন দু’বেলা খাবার জোটাতে হিমশি ম খাচ্ছে, এই পরিস্থিতিতে খালেদা জিয়া ও বিএনপি সব সময় গরিব ও অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।”
কৃষিবিদ শামীম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই এই দেশের ভবিষ্যৎ। জ্ঞান, মেধা ও সততা দিয়ে তোমা দের এগিয়ে যেতে হবে। যে শিক্ষা তোমাদের মানুষ বানা বে, সেই শিক্ষাই দেশের প্রকৃত সম্পদ। শিক্ষা ছাড়া কো নো জাতি টিকে থাকতে পারে না। তাই পড়াশোনাকে ভা লোবাসো, দেশকে ভালোবাসো, আর অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে দাঁড়াও।”
তিনি আরও যোগ করেন, “আমরা এমন এক সমাজ গড় তে চাই যেখানে কোনো মেধাবী ছাত্র অর্থাভাবে ঝরে পড় বে না, কোনো মা-বোন অনাহারে থাকবে না, কোনো মানুষ অবিচারের শিকার হবে না। এটাই শহীদ প্রেসিডেন্ট জি য়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল লক্ষ্য।”
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা খালেদা জিয়ার সুস্বা স্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। শাড়ি পাওয়া অ সহায় নারীরাও আবেগাপ্লুত হয়ে দোয়া ও শুভকামনা জানান দেশনেত্রীর জন্য।#
Bartabd24.com সব খবর সবার আগে