Breaking News

খুচরা সার ব্যবসায়ীদের লাইসেন্স বহালের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও বিক্ষোভ 

মফিজুল ইসলাম শৈলকুপা (ঝিনাইদহ)ঃ
খুচরা পর্যায়ের সার বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখার দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে খুচরা সার বিক্রেতারা। বৃহস্পতিবার (২৩ অক্টো বর) সকাল ১১টার দিকে শৈলকুপা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মমাতার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন বিক্রেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান অন্তবর্তী সরকার সার বিপণনের বিদ্যমান ২০০৯ সালের নীতিমালা পরিবর্তন করে নতুন সার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
প্রস্তাবিত নতুন নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের লাই সেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সারা দেশের ৪৪ হাজারের বেশী খুচরা সার বিক্রেতাকে বিপদের মুখে ফেলবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, শৈ লকুপা শাখার সাধারণ সম্পাদক সাইদুর আলম বাদশা  বলেন, ‘খুচরা বিক্রেতারা কৃষকদের কাছে সার পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নতুন নীতিমালায় যদি তাদের বাদ দেওয়া হয়, তাহলে কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং বিপুল সংখ্যক বিক্রেতা বেকার হয়ে পড়বে। আমরা সরকারের কাছে দাবি জানাই বিদ্য মান নীতিমালার আলোকে খুচরা বিক্রেতাদের বহাল রেখে, প্রয়োজনে বিসিআইসি ডিলারের সংখ্যা বাড়ানো হোক’।
সংগঠনের সভাপতি বাবুল আক্তার বলেন, ‘দেশের খুচরা সার বিক্রেতারা কৃষকদের সাথে সরাসরি কাজ করে।
অনেক সময় তারা হাজার থেকে লাখ টাকার সার ও কৃষি উপকরণ কৃষকদের নগদ ও বাকিতে বিক্রি করেন।
বর্তমানে কৃষকদের কাছে খুচরা বিক্রেতাদের কোটি কো টি টাকা পাওনা রয়েছে। যদি তাদের লাইসেন্স বাতিল করা হয়,
তাহলে তারা শুধু বেকারই হবেন না, আর্থিকভাবেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবেন।
বক্তারা আরও বলেন, দেশের কৃষি উৎপাদন টেকসই রাখতে খুচরা বিক্রেতাদের ভূমিকা অনস্বীকার্য। তাই সরকারের প্রতি তারা আহ্বান জানান নতুন নীতিমালা প্রণয়নের সময় খুচরা বিক্রেতাদের স্বার্থ রক্ষা করে সার বিপণন ব্যবস্থায় তাদের বহাল রাখার ব্যবস্থা করতে।

About admin

Check Also

কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালী

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি’র জনসভা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *