মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের শৈলকুপা ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে মিঠাপানির কুমিরের দেখা মিলেছে।
প্রায় প্রতিদিন একাধিক কুমির ভেসে বেড়াচ্ছে নদীতে।এদিকে এসব কুমির দেখতে আশপাশের গ্রামের মানুষ ভীড় করছেন। তবে আতঙ্কে রয়েছে নদীতে মাছ ধরার জেলেরা।
সরেজমিনে গিয়েদেখা গেছে শৈলকুপার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া অংশে এসব কুমির ভেসে বেড়াচ্ছে।
এতে মৎস্যজীবীরা আতঙ্কের মধ্যে দিন কাটালেও তবে পরিবেশ বিদরা বলছেন এখানে ভালো পরি বেশ পাওয়ায় হয়তো গড়াই নদীতে কুমির বংশ বিস্তারসহ বসবাস করছেন।খুলুমবাড়িয়া বাজা রের ব্যবসায়ী রহমতউল্লাহ জানান, সোমবার সকালে খুলুমবাড়ী ও পাংশার কেওয়া গ্রামের অংশে গড়াই নদীতে কুমির ভেসে ওঠে এমন সংবাদ পেয়ে বিভিন্ন এলাকার ছেলে-মেয়ে ও বয়স্ক ব্যক্তিরা নদীপাড়ে ভীড় জমাতে থাকেন।অনেকে ড্রোন ক্যামেরা নিয়ে এসে নদীর মাঝে ভেসে ওঠা কুমি রের ভিডিও করতে দেখা গেছে।
খুলুমবাড়িয়া গ্রামের রত্না সর্মা জানান অনেক দিন ধরে কুমির দেখার সংবাদ শুনছি। তাই আজ কুমির দেখতে এসেছি। তবে চোখে দেখতে না পারলেও ড্রোন ক্যামেরায় দেখেছি।মাদলা সরকা রি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মাহমুদ জানান হোম সেন জানান, প্রায় এক মাসের বেশি সময় ধরে এখানে কুমিরগুলো দেখা যাচ্ছে। বড় কুমির ছাড়াও তার সঙ্গে ছোট ছোট বা চ্চাও আ ছে।তিনি বলেন, নদীর এই স্থানে প্রচুর মাছ হয়।
একা রণে হয়তো কুমিরগুলো এখানে স্থায়ীভাবে ঘাটি করেছে। তিনি বলেন, গড়াই নদীতে প্রতিদিন শতশত মানুষ গোসল করেন ও মাছ ধরেন। এতে মানুষের মাঝে আতঙ্ক দেখা দিচ্ছে।ঝিনাইদহ বন বিভাগের জোনাল অফিসার খোন্দ কার গিয়াস উদ্দীন মুকুল ব লেন, গড়াই নদীতে কুমির দেখার খবরটি তিনিও জানতে পেয়েম ছেন।
এটা পরিবেশের জন্য একটা ভালো খবর। নদীতে কুমির থাক বে, মাছ থাকবে জীব বৈচিত্রের আরো অনেক কিছুই থাক বে।এটা আগে ছিল। আমরা আশা করি নদীর আগের রুপ ফিরে আসুক।তিনি বলেন, বর্ষা মৌসুমে হয়তো কুমিরগুলো এসেছিল।
কিন্তু উপযুক্ত পরিবশে পাওয়ায় তারা যায়নি, স্থায়ীভাবে বসবাস করছে।শুনছি বাচ্চাও দিয়েছে। তিনি নদীপাড়ের মানুষকে কুৃমির গুলোকে উত্যক্ত বা আঘাত না করার পরামর্শ দিয়েছেন।এ ব্যা পারে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস জানা ন গড়াই নদীর খুলুমবাড়ি য়া খেয়া ঘাটে কুমির ভেসে বেড়াচ্ছে এমন সংবাদ লোকমুখে শুনেছি।তবে কুমিরগুলোকে সত্য না করার জন্য ফেনী লোক দের প্রতি পরামর্শ দিয়েছেন।
গড়াই নদীতে কুমির দেখতে উৎসুক জনতার ভিড়, আতঙ্কে জেলেরা