Breaking News

গড়েয়া হাটের কাঁচা বাজারের পুরাতন সরকারী ঘরগুলো সংস্কারের অভাবে কষ্টে আছেন ক্ষুদ্র ব্যবসায়ীর

রহমত আরিফ ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাট একটি প্রাচীন হাট, প্রতি বছর প্রায় এক কোটির উপরে ডাকের মাধ্যমে সরকার রাজস্ব আদায় হয়  ।

সপ্তাহে রবি, বুধবার এখানে হাট বসে  এবং নিয়মিত বাজার চলে। কৃষকদের কৃষি পণ্য বিক্রির জন্য কাঁচা বাজারে ৭টি টিনের সর কারী ঘর রয়েছে।

এই ঘর গুলোতে বসে কয়েকটি ইউনিয়নের কৃষকরা দূরদূরান্ত থেকে এসে তাদের ফসল কেনা বেচা করেন।

কিন্তু গত বিএনপি সরকারের আমলে তৎ কালীন চেয়ারম্যান জসিউর রহমানের উদ্যো গে একটি প্রকল্পের অধীনে এই ৭টি ঘর নির্মা ণ করা হয়েছিল।

দুর্ভাগ্যবশত, এই ঘরগুলোর কোনো সংস্কা রের ব্যবস্থা না থাকায় টিনের ছাদগুলো নষ্ট হয়ে ফুটো -ফুটো হয়ে গেছে।

বৃষ্টির দিনে কৃষকরা ঠিকমতো ব্যবসা করতে পারছেন না।
স্থানীয় কৃষক এম.আব্দুর রহমান বলেন, “আমি মারিচ,পেঁয়াজ, রসুন,আদা ইত্যাদি বিক্রি করি এই বর্ষাকালে হঠাৎ বৃষ্টি আসলে মালপত্রগুলো ভিজে পচে নষ্ট হয়ে যায়।আমার মত আরও অনেক কাচামাল ব্যবসায়ীরা এধরণের বিড়ম্বনায় পড়েছেন।
আমরা সকল ব্যবসায়ীগণ প্রতি হাটে সরকারকে খাজনা (ট্যা ক্স)দেই, তবু সরকার এই কৃষকদের মাথা গুজার ঠাই ৭টি ঘরের সংস্কারের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।” এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এলাকাবাসী ও স্থানীয় ক্ষুদ্রব্যবসায়ীরা জানান, সরকার কৃষকদের ব্যাবসার সুবিধার্থে ঘর নির্মাণ করে দিলেও তা সংস্কারের অভাবে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে, সাধারণ কৃষকরা  তাদের সুবিধা ও অধিকার বঞ্চিত হচ্ছে বিষয় টি নিয়ে কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও হাট কমিটির সভাপতি বেলাল হোসেন রেনু জানান, বিষয় টি আমি অবগত হয়েছি আমি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বা হী অফিসার স্যার এর সাথে আলোচনা করে ঘর গুলো সংস্কারে বিষয় টি জানা বো।

About admin

Check Also

কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালী

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি’র জনসভা ও …