Breaking News

গণভোটে পিআর অন্তর্ভুক্ত করতে হবে: গোলাম পরওয়ার

বিশেষ প্রতিনিধি:জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট ও সেখানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে।
জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না বলে মন্ত ব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনা রেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকারর মের দক্ষিণ গেটে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়, তাহলে সব দলকে তা মানতে হবে। আর জাতি না মানলে সে রায় আমরাও গ্রহণ করব।
তিনি বলেন, পিআর জনগণ বোঝে না এমন প্রচার চালানো হচ্ছে। তবে দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।
ফ্যাসিবাদের দোসরদের বিচার বিঘ্নিত করতে বারবার অপ চেষ্টা চালানো হচ্ছে মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, বিশেষ দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে।
এতে লেভেল প্লেয়িং ফিল্ড বিঘ্নিত হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নি শ্চিত না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে।
একটি দল সহযোগিতা করছে না- এমন অভিযোগ তুলেছেন জামা য়াতের এই নেতা। তবে ওই দলটির নাম উল্লেখ না করে তিনি বলে ন, অনেকে দ্রুত নির্বাচন চায় কিন্তু সংস্কারে সহযো গিতা করেন না। দলের চেয়ে দেশ বড় মুখে বললেও কাজে- তা প্রকাশ করছে না একটি রাজনৈতিক দল।

About admin

Check Also

নওগাঁয় ধানের শীষের পক্ষে জনমত গঠনে লিফলেট বিতরণ ও শোডাউন

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনো ন …