ঢাকা অফিস:ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫ বুধবার।রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আজ বুধবার বিকে লে ঐকমত্য কমিশনের জরুরী সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে গণভোট প্রশ্নে তাঁর (প্রধান উপদেষ্টার) রুলিং দাবি করলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
গণভোট কি নভেম্বরে হবে নাকি জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই সঙ্গে ফেব্রুয়ারিতে হবে সে নিয়ে কয়েকটি দলের অনঢ় অব স্থানের প্রেক্ষিতে মঞ্জু এ আহ্বান জানান।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর ড. আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভাটি সঞ্চালনা করে ন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দা র।
প্রধান উপদেষ্টা ছাড়াও বৈঠকে ঐকমত্য কমিশনের সদস্য বৃন্দ ও ৩২ টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবি পার্টি র পক্ষ থেকে দলের চেয়ারম্যান ও দলের অন্যতম যুগ্ম সাধা রণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক অংশ নেন।
মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন আকস্মিকভাবে এই সভা আহবান করায় আমরা কিছুটা বিচলিত হয়েছিলাম, প্রধান উপদেষ্টার ক্লান্ত মুখাবয়ব দেখে আরও দুশ্চিন্তা তৈরী করেছিলো। কিন্তু পরক্ষণে তাঁর স্বভাবসুলভ হাসি আমাদের কে আশ্বস্ত করেছে।
কমিশনে সকল রাজনৈতিক দলের সৌ হার্দ্যপূর্ণ আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই হলের ভেতরে সবাই খুব সংহতি ও আন্তরিক পরিবেশে কথা বলেন কিন্তু বাইরে মিডিয়ার সাম নে যখন কথা বলেন তখন মনেহয় যেন, আমাদের মধ্যে অ নেক বিভেদ। তিনি ভেতরে-বাইরে ভারসাম্য বজায় রাখার অনুরোধ করেন।
কোন দলের নাম উল্লেখ না করে তিনি বলেন প্রধান উপদে ষ্টাকে কখনো এ দল চাপ দেয়, কখনো ঐ দল চাপ দেয়, ফলে মনে হয় তিনি একবার এক পক্ষের কথা শুনছেন।
মঞ্জু আরও বলেন, যেহেতু সকল পক্ষের কথা শেষ এবং এখ নো কিছু মতপা র্থক্য আছে সেহেতু শেষ সিদ্ধান্তটা জনগ ণের পক্ষ থেকে আপনি জানিয়ে দিন, আশাকরি সবাই মেনে নেবে।
জুলাই জাতীয় সনদকে আগামীদিনের রাজনীতির গতি নির্ধারণ কারী সনদ আখ্যা দিয়ে তিনি বলেন এই সনদের কিছু অংশে যারা নোট অব ডিসেন্ট দিয়েছেন আশাকরি তারা শেষ পর্যা য়ে এসে হলেও কিছুটা নমনীয় হবেন।
Bartabd24.com সব খবর সবার আগে