Breaking News
ইন্টারনেট থেকে

গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামাসের অতর্কিত হামলা

গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার (২০ আগস্ট) সকালে পরিচালিত এ অভিযানে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

হামাস জানায়, নবনির্মিত সামরিক পোস্টে হালকা অস্ত্র, গ্রেনেড, মর্টার ও ট্যাংক বিধ্বংসী গোলা ব্যবহার করে তারা হামলা চালায়। এ সময় এক যোদ্ধা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এবং এক স্নাইপার একটি মারকাভা-৪ ট্যাংকের কমান্ডারকে গুলি করে আহত করে।

অন্যদিকে, ইসরায়েলি সেনারা হামলার সত্যতা স্বীকার করে জানিয়েছে, অন্তত ১৮ জন হামাস যোদ্ধা এতে অংশ নেয়। হামলায় তাদের এক সেনা গুরুতর এবং দুজন সামান্য আহত হয়েছেন। পাল্টা হামলায় ১০ জন হামাস যোদ্ধা নিহত হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েল।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

About নিউজ ডেক্স

Check Also

গাজা নিয়ে যুক্তরাষ্ট্রে,মিসর,কাতার,তুরস্কের যৌথ বিবৃতি

আন্তর্জাতিক দেশ :মিসর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের নে তারা গাজা যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন করে এবং …