Breaking News
ফাইল ফটো

গুম-নির্যাতনের অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবি সুখরঞ্জন বালির

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হয়ে তিনি শেখ হাসিনার বিচারের দাবি জানান।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, সুখরঞ্জন বালি চিফ প্রসিকিউটর অফিসে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে এবং দীর্ঘদিন ভারতের কারাগারে বন্দি থাকতে হয়েছে।

২০১২ সালে সাঈদীর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে আদালতে হাজির হলেও পরে তিনি সাঈদীর পক্ষে বক্তব্য দেন। সেইদিনই তিনি আদালত চত্বর থেকে নিখোঁজ হন। পরবর্তীতে ভারতের একটি কারাগারে তার অবস্থান নিশ্চিত করে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যম।

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর দেশে ফিরে আসেন তিনি। অবশেষে বহু বছর পর প্রকাশ্যে এসে আনুষ্ঠানিকভাবে নিজের অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরলেন সুখরঞ্জন বালি।

About নিউজ ডেক্স

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …