হাবিব ওসমান,ঝিনাইদহ প্রতিবেদকঃ
ঝিনাইদহে জামেলা ওরফে ওজোলা খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন এক প্রতিবেশী।
পরিবারের দাবি, উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই প্রতিবেশী তাকে হত্যা করেছে। আর পুলিশ বলছে, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড।
এ ঘটনায় নিহতের স্বামী ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী জামেলা ওরফে ওজোলা খাতুন (৩৮) ঘর থেকে বের হলে প্রতিবেশী আব্দুল করিম তাকে কুপ্রস্তাব দেয়।
এতে সে বাঁধা দিলে তার ওপর হামলা চালায় সে। আব্দুল করিম তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
পরে আব্দুল করিম বাড়ির পাশের প্রতিবেশীদের কাছে গেলে সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে নিহতের স্বজনরা বাড়ির গোসল খানায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আহত আব্দুল করিম এর আগেও বিভিন্ন সময় ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিল বলে দাবি করেছে পরিবার।
এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জা নান স্বজনরা।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান জানান,পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।  দ্রুত রহস্যের উদঘাটন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *