সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মোঃ ইকবাল হোসেন উপ- পরিচা লক স্থানীয় সরকার বিভা গ ,ঢাকা।
উক্ত সভায় উপজেলার নির্বা মহী অফিসারগণ, ঢাকা জেলার ৫ টি উপজেলা যেমন- সাভার, ধাম রাই, কেরানীগঞ্জ, নবাব গঞ্জ, দোহার এ-র মোট ৬২টি ইউনি য়নের হিসাব সহকারী কাম কম্পিউ টার অপারেটর, ইউপি
প্রশাসনিক কর্মকর্তা, প্রক ল্পের উপজেলা কো-অর্ডিনেটরগণ উপস্থিত ছিলেন।সভা সঞ্চালন করেন জনাব মৌসুমী নাসরিন, সহকা রী পরি চালক,স্থানীয় সরকার, ঢাকা।
প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো:নাজমুল হাসান গ্রাম আদালতের কার্যক্রম ও মামলার অগ্রগতি এবং করণীয় বিষয়ে বিস্তারিত আ লোচনা করে ন।
সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তানভীর আহমেদ জেলা প্রশাসক ঢাকা বক্তব্যে বলেন অতি দ্রুত যেসব ইউনিয়নের গ্রাম আদালতের এজলাস নাই , সেখা নে এজ লাস স্থাপন করতে হবে এবং মামলার শুনানির দিন নির্ধারণ করে গ্রাম আদালতের মামলা গ্রহণ ও বিচার নিষ্পত্তি করতে হবে।
এবং প্রতিটা ইউনিয়ন পরিষদে কজ লিস্ট করে গ্রাম আদালতের মামলার অগ্রগতি এবং তারি খ নির্ধারণ করে মামলা পরিচালনা করতে হবে।
ঢাকা জেলায় বিভিন্ন কারণে মামলার সংখ্যা কম হওয়ায় মামলার মামলার সংখ্যা বাড়াতে হবে এবং বিচারক সেবা নিশ্চিত করতে হবে।
এজন্য আমাদের প্রয়োজনে গ্রাম আদালত ব্যাপক প্রচার প্রচার ণা।
পাশাপাশি স্থানীয়ভাবে অনানুষ্ঠা নিক বিচার করা যাবে না বিষয়ে হাইকোর্টের নির্দেশ নামা রি সার্কুলেট করতে হবে।
সর্বোপরি গ্রাম আদালতের কার্যক্রম জোরদার করনে সকলের সম্মিলিতভাবে একযোগে কাজ করতে হবে।
গ্রাম আদালত
সক্রিয়করণ প্রকল্পের অর্ধ-বাষির্ক সমন্বয় সভা
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অর্ধ-বাষির্ক সমন্বয় সভা
ধন্যবাদ