রহমত আরিফ ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে আওয়ামী লী গের ইউ পি চেয়ারম্যান রইছউদ্দীনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
রোববার (০১ ডিসেম্বর) রাতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের সোটা পীর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে রইছউদ্দীনকে দেখতে আসা স্থানীয়রা এবং চেয়ারম্যানের স্বজনরা জানান,গড়েয়া ইউনিয়ন পরিষ দ থেকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও জেলা শহরে যাচ্ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনি য়ন আ ওয়ামী লীগের সাধারণ সম্পা দক মো. রইছউদ্দীন।

এসময় আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আ ঘাত করে।চিৎকার করে রক্তাক্ত অব স্থায়  লুটিয়ে পড় লে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। 

 পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারে ল হাসপাতালে ভর্তি করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গুরুতর আহত অব স্থায় হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে।
এ বিষয়ে সদর থানার ভার পাপ্ত কর্ম কর্তা শহিদুর রহ মান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল ও হাসপা তালে পুলিশ সদস্যদের পাঠা নো হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *