রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে আরাফাত হোসে ন কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঠাকু রগাঁওয়ে ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার গ ড়েয়া ইউনিয়নে অবস্থিত ‘গড়েয়া ইসলামী একাডেমি’ চত্বরে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষ্যে গড়েয়া ইসলামী একাডে মি প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম শাহ, শিক্ষক ও সমাজ সেবক ইয়াসিন আলী, দবিরুল ইসলাম কবীর, গড়েয়া ইসলামী একা ডেমীর অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সমাজ সেবক সাইফুল হক লেবু, সমাজ সেবক সোলজার হোসেন, সাংবাদিক মাজেদুর রহমান মাজেদ, রহমত আরিফ প্রমুখ।
বক্তব্য প্রদান শেষে- বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির রানার আয়োজনে ও নূর মোহাম্মদ নূরু মিঞা ওয়েলফেয়ার ট্রাস্টের সৌজন্যে এবং গড়েয়া বন্ধু সংগঠনের সার্বিক সহযোগিতায় ২০০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রত্যেককে চাল, ডাল, সে মাই, চিনি, সয়াবিন তেলসহ বিভিন্ন খাদ্য উপকরণ বিনা মূল্যে বিতরণ করা হয়।
এছাড়াও ৬০০ জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *