রহমত আরিফ ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গড়েয়ায় সরকারি অর্থা য়নে নির্মিত ওমেন্স (মহিলা) মার্কেটগুলো দিন দিন পুরুষদের দখলে চলে যাচ্ছে ।
দেশের উন্নয়নে সমাজে পিছিয়ে পড়া গ্রামীন নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে মার্কেট টি তৈরি করা হলেও বর্তমানে বাস্তবে মার্কেটে নেই নারী ব্যবসায়ীদের দোকান ঘর গু লো।
এক ধরনের দালাল ও দখলদারের কারণে  বিভিন্ন অজুহাতে দখল বা মোটা অংকের জামানতের টাকা র বিনিময়ে ভাড়া সিষ্টেমে বছ রের পর বছর ধরে এসব মার্কেটে পুরুষরাই  দেদারসে ব্যবসা করে আসছেন।
এতে করে এখন চাইলেও মহিলা মার্কেটে ব্যবসা করতে পারছেন না নারী উদ্যোক্তাগরা।প্রকৃত মলিক নারীরা হচ্ছে অধিকার বঞ্চিত।
সরেজমিনে খবর নিয়ে দেখা যায়, যাদের নামে মহি লা মার্কেটের ঘর গুলো বরাদ্দ ছিলো তারা অনেকেই এখন বেঁচে নেই।কেউ বা অনত্র বিয়ে করে ঢাকায় বসতবাড়ি ও ঘর সংসার করছেন।
তিন জন মারা গেছেন। যারা বেঁচে আছেন তারা অধিকার বঞ্চিত। 
এ বিষয়ে গড়েয়া হাট সভাপতি ও গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ার ম্যানের কাছে নারী উদ্যোক্তাদের নামে র তালিকা  জানতে চাইলে তিনি বলেন, ইতিপূর্বে চেয়ারম্যান কি করে গেছেন এ বিষয়ে আমি কিছু জানিনা।
তিনি বলেন , ১ নং ওয়াড ইউপি সদস্য আব্দুল মজি দের কাছে নামের তালিকা রয়েছে এবং এটা তার দায়িত্বে রয়েছে।
বার বার যোগাযোগ করার পরও কোন উত্তর মেলে নি। এলাকার  অসহায় নারীদের দাবী সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের তদন্ত সাপেক্ষে নারী উদ্যোক্তাদের অর্থ নৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা সচল রাখতে অধিকার বঞ্চিতদের অধিকার ফিরিয়ে দিয়ে ও অবৈধ দখল মুক্ত করে নতুন উদ্যোক্তাদের জায়গা করে নারী উন্ন য়নের ধারাবাহি কতা সচল রাখা হোক।