চট্টগ্রাম ব্যুরো:চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ১৯০টি কেন্দ্রের সবকটিতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে দেখা যায়। কোথাও কোন বড় ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।
এদিন সকাল ৮টায় ওই কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদ তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট সাবেক মেয়র নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন। দুপুরে এই কেন্দ্রে ভোট দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। পরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদও এই কেন্দ্র পরিদর্শন করেন।
ভোটগ্রহণকালে ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের হাছান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ৭ নম্বর ওয়ার্ডে আমিরুন্নেছা প্রাইমারী অ্যান্ড কিন্ডারগার্ডেন কেন্দ্র, করলডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে দেখা গেছে। তবে এসব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অতীতের তুলনায় কম দেখা গেছে।
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নোমান আল মাহমুদ ছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী প্রতিদ্বন্দ্বীতা করেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।