চৌগাছা প্রতিনিধি ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির’ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে ।
এতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আলামিন সভাপতি ও সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রকি হাসান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সংগঠনটির প্রধান উপদেষ্টা অমিত কুমার বসু আগামী এক বছরের জন্য দুই সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন করেন।
পাশাপাশি আগামী এক (০১) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও নির্দেশনা দেন। সংগঠনটির সদ্য সাবেক সভাপতি আলমিম হাসান চাকলাদার ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্তর সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ রকি হাসান বলেন, যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি(কপোতাক্ষ) চবিতে একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে যশোর জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও তাদের কল্যাণার্থে কাজ করে যাচ্ছে।এবং সংগঠনটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিবেদিত প্রান হয়ে হয়ে কাজ করে যাবে।