মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাড়ায় চালিত মালামাল লোডিং আনলোডিং একটি ক্রেনে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে।
সোমবার বেলা আড়াইটার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া আনোয়ার সিমেন্ট সিট কোম্পানি এলাকার সামনে ঢাকামুখী সড়কে এ ঘটনা ঘটে।
গজারিয়া ফায়ার সার্ভিস, গজারিয়া থানা পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে সহায়তা করেন। ক্রেনের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত বলে জানান অপারেটর মো. আরমান (৩৫)।
আরমান জানান, ক্রেনটির মালিক চট্টগ্রামের বাসিন্দা ইমরান হোসেন। গত দুদিন ধরে তিনি বাউশিয়া পাখির মোড় এলাকায় বিদ্যুতের টাওয়ারের মালামাল লোডিং আনলোডিং কাজ করছেন। সোমবার কাজ শেষ করে দুপুর দিকে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় রওনা দেন।
মদনপুর যাওয়ার পথে আনোয়ার সিমেন্ট সিট কোম্পানির সামনে অতিক্রম করার সময় ক্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। ইঞ্জিনে আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে ক্রেনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত এর মধ্যেই আগুনে ক্রেনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।