চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় ও চাঁপাইনবা বগঞ্জ মহিলা মাদ্রাসা মাঠে ৩ শতাধিক পরিবারের মাঝে ফুড প্যা কেট ও নগদ অর্থ উপহার প্রদান করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ সদর উপ জেলা আমীর হাফেজ আব্দুল আলীমের সভা পতি ত্বে রাণীহাটি ইউনি য়নে শতাধিক পরিবারের মাঝে ফুড প্যাকেট ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়।
পরে নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ পরি বারের মাঝে এবং চাঁপাইনবাবগঞ্জ মহিলা মাদ্রাসা মাঠে ৭৫ পরিবারের মাঝে ফুড প্যাকেট ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়।
প্রতিটি ফুড প্যাকেটে রয়েছে চাল ২৫ কেজি, ডাল ২ কেজি, তেল ২ লিটার, চিনি ২ কেজি, খেজুর ১ কেজি,আলু ১০ কেজি, সেমাই ২ পিস, নুডুলস ২ প্যাকেট , পাপড় ২ পিস এবং নগদ অর্থ ১০০০ টাকা।
ফুড প্যাকেট উপহার প্রদান অনুষ্ঠানে চাঁপাইনবা বগঞ্জ পৌর আ মীর গোলাম রাব্বানী, সদর উপজে লা সেক্রেটারী আব্দুর রহমা ন,রাণীহাটি ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রহিম সহ চাঁপাইনবা বগঞ্জ সদর উপজেলা ও রাণীহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে ৩ শতাধিক পরিবারে ফুড প্যাকেট ও নগদ অর্থ দিলেন জামায়াত নেতা বুলবুল