চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:নারী কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিবাদ্য বিষয়ক সামনে রেখে রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) সকা ল সাড়ে দশটায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী চারঘাট বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফি সা রের সভা কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেল মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসে বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সান জিদা সুলতানা।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎ স্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) ফরহাদ লতিফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সর ওয়ারদ্দিন, থানপাড়া সোয়ালোজ ডিএস পরিচালক মাহমুদা বেগম গিনি ,উপজেলা আন সার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ, চারঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশাসহ সরকারী দপ্তরের কর্মকর্তা, নারী সদস্য ও গন্য মান্য ব্যাক্তিবর্গ।
চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত