চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ছাত্র শিবিরের উদ্যো গে পরিষ্কার পরিচ্ছন্নতা  কর্মসূচি। আবর্জনায় আমাদের চারি পাশ অপরিষ্কার হয়ে যায়। এতে আমরাই নানা রকম সম স্যা র সম্মুখীন হই।
এ থেকে রক্ষার জন্য আমরা সচেত নতা মুওল্ক কর্মসুচি গ্রহন করি। আমার ইউনিটের কমিরা মিলে, মানুষের কাছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করি এবং করনীয় দিক গুলো  জনসাধারণের নিকট উপস্থা পন করি। এতে সকলেই সচেতন হয় এবং যারা এই বিষয়ে জানতেন না, তারা জানতে পেরে আনন্দিত হন।
এই উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক (উপজেলা সভাপতি)
মোঃ সরন হোসাইন(হলিদাগাছী সাংগঠনিক থানা শাখার সভাপতি) মোঃ সানিফ আলি(নন্দনগাছী থানা শাখার সভাপ তি)।
এ ব্যাপারে হলিদাগাছী সাংগঠনিক থানার সভাপতি স্মরণ হোসেন বলেন ১০০জন কর্মী এলাকার লোকজনকে জনকে এই বার্তা পৌঁছে দিয়ে সক্ষম হই। এতে করে আমাদের চারপা শের পরিবেশ হয়ে উঠে দূষণ মুক্ত।
আমরা সচেতন থাকলে, আমাদের চারপাশ, আমাদের দেশ, আমাদের পৃথিবী থাকবে সুন্দর ও স্বাস্থ্যকর। আমরাই পারব আমাদের ভাল রাখতে। এজন্যেই প্রয়োজন সচেতনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *