চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :
চারঘাটে অভিযান চালিয়ে মেয়াদোর্ত্তীণ ঔষধ রাখার অপ রাধে তিন ফার্মেসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদা লত। গত সোমবার (০৮ জুলাই) দুপুরে উপজেলার চারঘাট বাজারে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপ জেলা সহ কারী কমিশনার ভুমি আরিফ হোসেন এই অভিযান চালান ।
অভিযান চালিয়ে সারদা ও চারঘাট বাজারে ডালিম ফামের্সী ৫ হাজার, নুর ফামের্সী ৫ হাজার ও প্রীতম ফার্মেসী ১ হাজার , মোট ১১ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার ভুমি আরিফ হোসেন জানান, ঔষধ ও কসমের্টিকস আইন ৪০ (খ),(গ),ঘ) ৫৪ ধারার আপ রাধে তাদের জরিমানা করা হয় এবং জনসম্মুখে মেয়াদো র্ত্তীণ ঔষধগুলো পুড়িয়ে ধবংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঔষধ তত্বাবধারক রাজশাহী জেলা শরিফুল ইসলাম, উপজেলা ভুমি ভারপ্রাপ্ত কানুনগো আবদু ল্লাহ আল মাসুম, সার্টিফিকেট রেজিষ্টার লোমানুর রহমান, চারঘাট মডেল থানা পুলিশ সদস্যবৃন্দ।