ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে চুয়াডাঙ্গা গামী যাত্রীবাহী পূর্বাশা পরিবহনে চোরাচালান বিরো ধী অভিযান চালিয়ে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮ টি স্বর্ণের বার সহ দু’জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং কুমিল্লা জেলার দেবীদ্বার উপ জেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দি নের ছেলে লিটন খান (২৬)।
মঙ্গলবার বিকেল ৫ টার সময় চুয়াডাঙ্গা-৬ ব্যাটা লিয় নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞ প্তির মাধ্যমে গণমাধ্য ম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়ে ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবির চুয়াডা ঙ্গা-৬ ব্যাটা লিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হাসান মঙ্গলবার গোয়ে ন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে,ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহ নের(ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) মাধ্যমে স্বর্ণ চোরা চালা ন হবে।
উক্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটা মলিয় নের সহকারী পরি চালক মো. হায়দার আলী র নেতৃত্বে বিজিবির একটি দল চুয়াডা ঙ্গা-ঝিনাইদহ সড়কের সরজগঞ্জ বাজার এলা কায় অবস্থান নেয়।
বিজিবি সদস্যরা সরজগঞ্জ বাজারে গাড়িটি কে সনাক্ত করে।
দুপুর ১ টার সময় গাড়ীটি চুয়াডাঙ্গা ব্যাটা লিয়ন সদরের সামনে পৌছালে গতিরোধ করা হয়।
উক্ত গাড়ী হতে স্বর্ণ চোরাকার বারী সন্দেহ ভাজন ২ জন ব্যক্তিকে আটক করে ব্যাটালি য়ন প্রধান গেটের পার্শ্বে তল্লাশী করা হয়।
আটক রফিকুল ইসলাম ও লিটন খানের খানের দেহ তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অব স্থায় ১৮টি স্বর্ণের বার, ২টি মোবা ইল এবং নগদ ১০ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৪১১ গ্রাম। যার মূল্য প্রাই ৩ টাকা। এ ব্যাপারে নায়েক মো. সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফি সে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফ টেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে ছেন।