আকিমুল ইসলাম চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে ৩ কেজি ৬ গ্রাম স্বর্ণসহ আফসার আলী নামে একজন কে আটক করেছে।
আটককৃত ব্যক্তি দামুড়হুদা উপজেলার ঝাঝাডাংগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. আফসার আ লী (২৮)।
বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়। চুয়া ডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. নাজমুল হাসান বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমা ধ্যম কর্মী দেরকে নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. নাজমুল হাসান গোয়েন্দা তথ্যের ভিত্তি তে জানতে পারেন, স্বর্ণের একটি চালান দামুড়হুদা উপজেলার সুলতান পুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ৭৭/৬-আর হতে আনু মানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া প্রাইমারী স্কুল সংলগ্ন পাঁকা রাস্তার পাশে নেয়।
বিকেল ৪ টার সময় বিজিবি টহলদল সন্দেহভাজন একজন ব্যক্তি কে মোটরসাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে আটক করে। এ সময় বিজিবি টহলদল আটককৃত ব্যক্তির কোমরে পরিহিত একটি লাল কাপড়ের বেল্টের মধ্যে হতে ৩ কেজি ৬ গ্রাম ওজনের ছোট বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্নের ছোট টুকরা জব্দ করে।
যার আনুমানিক মূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২শ’ টাকা। 
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করতঃ থা নায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *