চুয়াডাঙ্গা প্রতিনিধি:
আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও সুধী সমাবেশসহ নানা আয়োজ নে চুয়াডাঙ্গায় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল  এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
এ উপলক্ষ্যে  গতকাল  সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাম নে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড় ক প্রদ ক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও সুধী সমাবেশ অনু ষ্ঠিত হয়। 
এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি  রফিকুল ইসলাম এতে স্বাগত বক্ত ব্য রাখেন। প্রধান  অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ  অধ্যাপক সিদ্দিকুর রহমান ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘ নানান চড়াই উৎরাই পেরিয়ে এনটিভি টানা ২২ বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে ।
পারিবারিক  এই চ্যানেলটি আগামী দিনগুলোতে দর্শকের আশা –আকাঙ্খা পুরণ করবে ,সেই প্রত্যাশা করি।’ 
জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলম সনির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  অধ্যাপক মো. কামরুজ্জামান, অধ্যক্ষ শাহাজান আলী , চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি শামীম রে জা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী, সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল , জাতীয় তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক আসম আব্দুর রউফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ স ম্পাদক বিপুল আশরাফ , মানবতার পরিচালক মানি খন্দকার ও সাংবাদিক আবুল হাশেম।