চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়া রি মাসের অপরাধ পর্যালোচনা সভার সভা পতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, (বিপিএম-সেবা)।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরি স্থিতি বিশদভাবে পর্যালোচনা করা হয়।
আলোচনায় মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসা মি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি পরিচালনা, হোন্ডা মোবাইল টহল, জাল টাকা চক্র, অজ্ঞানপার্টি ও মলমপার্টির কার্যক্রম প্রতি রোধ, অবৈ ধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদকদ্রব্য ও চোরাচা লান রোধ এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া আসন্ন “পবিত্র মাহে রমজান” উপ লক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে বাজার, শপিংমল এবং মহাসড়কে টহল জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়।
একই সঙ্গে, থানার আওতাভুক্ত এলাকা গুলোর সার্বি ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহ ণের ওপর জোর দেওয়া হয়।
পুলিশ সুপার গোলাম মওলা সকল অফি সার ও ফো র্সকে তাদের দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পা লন করার আহ্বান জানান।
উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্ম কর্তারা উপ স্থিত ছিলেন এবং তারা আইন শৃঙ্খলা রক্ষায় কার্য কর কৌশল নিয়ে আ লোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *