চুয়াডাঙ্গা প্রতিনিধি: সোনালী ইন্স্যুরেন্স কোম্পানি কন ফারেন্স রুমে বুধবার  ২৭ এ নভেম্বর দুপুরে অনুষ্ঠিত হলো প্রিয় শহর চুয়াডাঙ্গা মানবিক ফাউন্ডেশনের নবী নবরণ অনুষ্ঠান। নবাগত অ্যাডমিন ও মডারেটরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়া ডাঙ্গা সোনালী লাইফ ইন্স্যু রেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যা নে জার (বি.এম) মো: মোকবুল হোসেন, মো: গো লাম জা কারিয়া, মো: রিপন আলী এবং মো: তরিকুল ইস লাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ কেয়ার চুয়াডাঙ্গার সত্ত্বাধিকারী মো: রোকনুজ্জামান, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মো: শামীম আলী এবং সোনালী লাই ফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার মোহা ম্মাদ ডিপিন মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিয় শহর চুয়াডাঙ্গা গ্রুপের প্রধান অ্যাডমিন যুবরাজ খান রিমন। সহ-প্রধান অ্যাড মিন মুহাম্মদ মামুন খান এবং উপদেষ্টা আব্দুল্লাহ ও ডা: সবুজ মিয়া অনুষ্ঠানের পরিবেশ প্রাণবন্ত করে তুলেন।
নারী বিভাগ এবং ব্লাড ডিপার্টমেন্টের সদস্যসহ ফা উন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটি নবাগতদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *