Skip to content
যশোর প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলায় ৫জন আওয়ামীলী গের নে তার বিরুদ্ধে নানা অভেযোগে আ টক করা হয়েছে।
এ ঘটনার পর উপজেলা আওয়ামী লীগীগের নেতা-কর্মীরা গ্রেফতার আতঙ্কে ভুগছেন।
থানাপুলিশ জানায়,গতকাল রাতে নানা অভিযোগে চৌগাছা পৌর সভা ৭ নম্বর ওয়ার্ডে র আওয়ামী লীগের সেক্রেটারি মোঃ আব্দুল মজিদ কাউন্সিলার,পাশাপোল ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগে র সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলামফু লসারা ইউনিয় নের আফ রা ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মোঃ মফিজুর রহমান,ফুল সারা ইউনিয়নের আফরা ওয়ার্ডের আওয়ামীলীগের সেক্রেটারি মোঃ তোতা,ধুলিয়ান ইউনিরয়নের আওয়ামীলীগের সেক্রেটারি মাস্টার ফারুক হোসেন।
তবে এ রির্পোট লেখা পর্যন্ত আটকের কারন বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিল্লাদ হোসেন এ ঘট নার সত্যতা নিশ্চিত করেন।
চৌগাছায় আ:লীগের ৫ নেতা আটক