Breaking News

চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক,চৌগাছা যশোরঃ
‎যশোরের চৌগাছা উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চৌগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে মাঠে আগাম শীতকালীন সরিষা,গম ,সূর্যমুখী, চিনাবাদাম, শীত কালীন পিঁয়াজ,মসুর ও অড় হড় আবাদে উৎসাহ দিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্য মে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ে ছে।
‎এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) তাসমিন জাহান।

নির্বাহী অফি সার (ভারঃ) তাসমিন জাহান কৃষকদের মা ঝে বীজ হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বো ধন করেন।

উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হক এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান, উপ জেলা কৃষি কর্মকর্তা আবু জাফর উবাইদুল্লাহ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, গোলাম হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউ নিয়নের ইউপি সদস্য ও কৃষকগণ।

উপজেলা কৃষি অফিসের তথ্য প্রদানকারী কর্মকর্তা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এস এ এও) ফয়সাল খান বলেন, উপজেলার এগারো ইউনিয়ন ও চৌগাছা পৌরসভার মো ট তিন হাজার জন (৩০০০) জন কৃষক এই প্রণোদনার সার ও বীজ পাচ্ছেন।

‎এর মধ্যে উপজেলার কৃষকদের মাঝে গম-২৫০ কেজি, সরিষা-৩০০০ কেজি, চিনা বাদাম-৮০ কেজি,পিয়াজ-৩০ কেজি,সূর্যমুখী-৩০ কেজি, মসুর-১৬০ কেজি, অড়হর-২০ কেজি, সর্বমোট ৩৫৭০ জন এই সুবিধা পাচ্ছেন।

‎ফুলসারা ইউনিয়ন, পাশাপোল, সিংহঝুলি, ধুলি য়ানী ,চৌ গাছা সদর, জগদীশপুর,চৌগাছা পৌরসভা,পাতিবিলা ইউ নিয়ন,হাকিমপুর ইউনিয়ন, স্বরুপদাহ, নারায়ণপুর ও সুখ পুকুরিয়া ইউনিয়নের কৃষককে এই প্রণোদনা দেয়া হচ্ছে।

‎উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, কৃষক প্রতি ১ কে জি সরিষা,১০ কেজি ডিওপি,১০কেজি এম ও পি, সার প্রণোদনা হিসেবে দেয়া হচ্ছে কৃষকদের।

গম জন প্রতি ২০ কেজি, চিনা বাদাম-১০ কেজি, পিঁয়াজ ১ কেজি,মসুর ৫ কেজি, অড়হর- ২ কেজি।

যাদেরকে প্রণোদনা দেয়া হয়েছে তাদের অধিকাংশ কৃষক নিয়মিত রবি মৌসুমির আবাদ করেন উপ- সহকারী কৃষি কর্মকর্তাদের দাবি।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, প্রণো দনা দেয়ার মাধ্যমে রবি মৌসুমির আবাদে একধাপ এগি য়ে গেলো। সরিষার তৈল আমাদের সংসার জীবনে অনে ক প্রয়োজন। এতে চাষিদের মধ্যে সরিষা চাষে আগ্রহ বাড়বে।

তিনি আরও বলেন যারা রবি মৌসুমের আবাদ করেন সে সকল কৃষককেই প্রণোদনার তালিকায় অন্তর্ভক্ত করা হয়েছে।

 

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *