চৌগাছা(যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছায় খেজুর গুড়ে র রস সংগ্রহের জন্য গাছ কা’টার (গাছ তোলা ও চাচ দেয়া) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার বেলা ১২টায় উপজেলার পাতিবিলা ইউ নিয়নের হায়াতপুরে গাছ তোলার উদ্বোধন করেন উপ জেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার।
এসময় এসিল্যান্ড প্রকৌশলী তাসমিন জাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ার ম্যান মাসুদুল হাসান, উপজেলা বিএনপির সহসভাপতি ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, প্রাণি সম্পদ কর্মকর্তা আনো যারুল ইসলাম, মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, সমাজ সেবা কর্মকর্তা মেহেদী হাসান, শিক্ষা কর্মকর্তা মোস্তাফি জুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা মাহমুদা, সমবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমান, প্রকল্প বাস্ত বায়ন কর্মকর্তা শামসুন্নাহার,খাদ্যগুদাম কর্মকর্তা রাকি বুল ইসলামস রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থি ত ছিলেন।
গাছি আব্দুর রহমান গাজী গাছ তোলা ও চাচ দেয়া কাজ করেন। তার সাথে গাছি কামাল হোসেনসহ কয়েকজন গাছি ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
Bartabd24.com সব খবর সবার আগে