Related Articles
ফারুক আহম্মদঃ চৌগাছা যশোরঃ যশোরের চৌগাছায় গলায় রশি দিয়ে আব্দুল আজিজ (৬৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ৬ নং জগ দীশপুর ইউনিয়নের আড়কান্দি (নওদাপাড়া) গ্রামে এ ঘট না ঘটে। আড়কান্দি (নওদাপাড়া) গ্রামের মৃত জলিল দ ফাদারের ছেলে আব্দুল আজিজ (৬৫) । তিনি পেশায় এক জন কৃষক।
৬ নং জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার সিরা জুল ইসলাম জানিয়েছেন, সে কিছু দিন যাবৎ বিভিন্ন রো গে ভুগছিলেন। তিনি বিভিন্ন ডাক্তারের নিকট চিকিৎসা নিয়ে আসছিলেন।
সমাজের একেবারে তৃনমূল পর্যায়ের অসহায় গরীব মা নুষ, টাকার অভাবে ঠিকমত চিকিৎসা করাতে পারেন নাাই। সে অসুস্থ্য হলে এ নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়।
এ বিষয় নিয়ে অভিমান করে কৃষক আাব্দুল আাজিজ নিজের ঘরে বাশের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়।
মঙ্গলবার সকালে স্বজনরা বিষয়টি জানতে পেরে প্রতিবেশিদের সহযোগীতায় তার মৃতদেহ ঘর থেকে উদ্ধার করে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন।
Bartabd24.com সব খবর সবার আগে
চৌগাছায় গলায় রশি দিয়ে কৃষকের আত্মহত্যা