নিজস্ব প্রতিবেদক, (যশোর) ॥ যশোরের চৌগাছায় রুরাল রিকনস্ট্রাকশন (আরআরএফ) এর জলবায়ু সহনশীল সব জি উৎপাদনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরআরএফ এর পরিচালক অরুন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ অহিদুর রহমান, নারায়ন ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, আরআরএফ এর প্রকল্প সমন্বয়কারী জহিরুল ইসলাম, সং শ্লিষ্ট প্রোগ্রাম ম্যানেজার রফিকুল ইসলাম ফারুকী, প্রেস ক্লাব চৌগাছার সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, নারায়ন পুর ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি দকর্মকর্তা আবু সাঈদ প্রমূখ।
সভায় আরআরএফ এর পরিচিতি, বিভিন্ন কার্যক্রমের অগ্র গতি ও জলবায়ু সহনশীল নিরাপদ সবজি চাষ সংক্রান্ত প্রক ল্পের সম্ভাবনা ও অগ্রগতি নিয়ে অবহিত করা হয়।
এ সময় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, আর আরএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।