চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় জামায়াতের উদ্যোগে প্রায় দেড় শতা ধিক স্বেচ্ছাসেবীর স্বেচ্ছাশ্রমে আড়াই কিলো মিটার কাঁচা রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত দেখিয়েছেন।
গত শুক্রবার উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়ী য়ালী দশপাখিয়া,বাড়ীয়ালী হাউলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষ ক ছাত্র-ছাত্রী, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন তথ্য অফিসসহ প্রায় বিশ হাজারের বেশি মানুষের চলাচলের এই রাস্তা সংস্কর করা হয়।
এদিন ভোর ছয়টা থেকে বিরতিহীন সকাল দশটা পর্যন্ত বাড়ীয়ালী ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হারুন অর রশিদ মন্টুর নেতৃত্বে প্রায় দেড়শত সেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতে সেক্রে টারি ইখতার আলী, যুব জামাতের সভাপতি আশিকুর রহ মান শাওন, যুব জামাতের সেক্রেটারি আবুহুরাইরা, জামা য়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অবসর প্রাপ্ত সেনা কর্ম কর্তা ওলিয়ার রহমান, জাহাঙ্গীর আলম, শাহাজুর রহমান, হাবিবুর রহমান, দ্বীন মোহাম্মদ, মীজানুর রহমান, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম ও রকিবুর ইসলাম প্রমূখ।
উপজেলার ভেতরে সবচেয়ে খারাপ রাস্তা ছিল এটি। রাস্তাটি সংস্কার হওয়ায় এলার মানুষ সত্যিই অনেক উপকৃত হয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে
চৌগাছায় জামায়াতের উদ্যোগে সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার”