শাহীন সোহেল (যশোর) চৌগাছা প্রতিনিধি!! যশোরের চৌগাছা উপজেলায় বিভিন্ন অটো মিলে পাটের বস্তার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে প্লাস্টিকের বস্তা।
উপজেলা চৌগাছার পুড়াপাড়ায় পদ্মা অটো রাইচ মিল ও আলম ট্রেডার্স পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অভিযোগে ২৪মে (বুধবার) দুপুরে চৌগাছার পুড়াপাড়ার পদ্মা অটো রাইচ মিল ও আলম ট্রেডার্সকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালতটি।
এ সময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নেতৃত্বে আদালত পরিচালনা হলে উপস্থিত ছিলেন পাট অধিপ্তর, যশোরের চীফ ইন্সপেক্টর মোঃ গোলাম সরোয়ার তালুকদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।