নিজস্ব প্রতিবেদক,চৌগাছা(যশোর)ঃ
যশোরের চৌগাছায় বাংলাদেশ দূর্নীতি দমন কমিশনের সততা স্টোরের ২০ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা প্রতি দশ হাজার টাকা হারে নগদ ২লাখ টাকা বিতরন করা হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে
উপজেলা দর্নীতি প্রতিরোধ কমিটিও উপজেলা প্রশাসনের আয়োজনে দুদকের সততা স্টোরের নগদ টাকা বিতরন অনু ষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব চৌগাছার সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভা পতি সহ কারী অধ্যাপক ইয়াকুব আলী।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফি সার সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি গুজ্ঞন বিশ্বাস,যশোর জেলার দুর্নী তি দমন কমিশনের সহকারী পরিচালক জালাল উদ্দীন, থা নার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী,উপজেলা মা ধ্যমিক কর্মকর্তা আবুল কালাম মো: রফিকুজ্জামান, উপ জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক তমিজ উদ্দীন,প্রতিরোধ কমিটির নের্তৃবৃন্দ, সাংবাদিক স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ।
এ অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সুস্মিতা সাহা দুদকের সততা স্টোরের ২০ টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার স্কুল প্রধানদের হাতে নগদ দশ হাজার টাকা করে মোট ২লাখ টাকা নগদ টাকা বিতরন করা হয়েছে।