চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছায় নবাগত ইউএনওর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) যশোরের চৌগাছায় নবাগত ইউএনও শ্হাীনুর আক্তারের মতবিনিময় সভায় রাজনৈ তিক নেতৃবৃন্দ, সুধীজন, প্রেস ও মিডিয়া সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সাথে উপজেলা পরিষদ হলরু মে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাস মিন জাহান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিম পুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়া তের সহকারী সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ,সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলি য়ার, বিএনপি যুব দলের আহবায়ক এম এ মান্নান, উপ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আনিসু জ্জামান, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস পৌর জামাতের সভাপতি মাও আব্দুল খালেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, , বীর মুক্তিযোদ্ধা সাবেক নৌকমান্ড রুহুল আমিন, চৌগাছা মুক্তিযোদ্ধা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ মিয়া, প্রেসসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান,,প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মোঃ মুকুরুল ইসলাম মিন্টু প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, জামায়াত, বিএনপি , ইসলামী আন্দোলন,খেলাফত মজলিস, স্কুল কলেজের প্রধানগণ ও বৈসমৗ বিরোধী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন চৌগাছা বাজারের যানজট নিরসন, সাব রেজিষ্ট্রি অফিসের ও নায়েফ অফিসের অনিয়ম মুক্ত ক রা, ফুটপাত দখলমুক্ত করা, ড্রেনের উপর নির্মিত দোকা নপাট অপসারণ, চৌগাছার দ্বিতীয় বৃহত্তম সবজি বাজার পরিকল্পিতভাবে গড়ে তোলা, নির্মাণ সামগ্রী যত্রতত্র রেখে কাজ করা বন্ধে উদ্যোগ গ্রহণ, এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কপোতাক্ষ ও ভৈরব নদের সীমানা পুনঃনির্ধার ণের দাবি জানান।
এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যব হারে সচেতনতা বৃদ্ধির আহŸান জানানো হয়।সভায় ইউএনও শাহীনুর আক্তার সকলের মতামত মনোযোগ সহকারে শোনেন এবং চৌগাছার সার্বিক উন্নয়নে সম্মি লিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
Bartabd24.com সব খবর সবার আগে
купить диплом в рыбинске http://rudik-diplom14.ru .
курс seo http://kursy-seo-12.ru .
рейтинг юристов москвы
Квалификация юриста в определенной области права играет ключевую роль в его репутации.
курс seo kursy-seo-11.ru .