স্টাফ রিপোর্টার (যশোর) ॥ যশোরের চৌগাছায় নিহত
আনিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার রাতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়।
এছাড়া এদিন রাতেই নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে ১১ জনসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধা ৭টায় নিহত আনিসুর রহমা নের লাশ জগন্নাথপুর গ্রামে বাড়ীতে পৌঁছায়। এ সময় শত শত মানুষ একনজর দেখার জন্য ছুটে আসেন বাড়ীতে। এ সময় হৃদয় বিদারক দৃশ্যের অবতারনার সৃষ্টি হয়।
নিহতের পরিবারসহ বন্ধু, প্রিয়জনদের বুকফাটা আত্বচি ৎকা রে বাতাস ভারী হয়ে ওঠে। রাতেই স্থানীয় মৃক্তিনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে নিহতের নামাজে জানাজা অনু ষ্ঠিত হয়।
এ সময় তার জানাযায় হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। নামাজে জানাজা পড়ান মাও. মাসুদুর রহমান।
নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের দা ফন সম্পন্ন হয়। এদিকে এ দিন রাতে হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন।
১১জন সহ অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে মাম লা দায়ের করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
প্রসঙ্গতঃ ২৯ অক্টোবর মঙ্গলবার রাত ৮টার দিকে সিংহঝুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিহত আশরাফ হোসেন আ শার ভাই আনিসুর রহমান নিজ বাড়ীর সন্নিকটে জগন্নাথপুর উত্তরপাড়া মোড়ে একটি চায়ের দোকানে চা পান করছিলেন। চা পান শেষে আনিসুর বাড়ির উদ্দেশ্যে দোকান থেকে বের হন। এ সময় হঠাৎ স্থানীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
তাকে রক্ষা করতে এগিয়ে গেলে মামাতো ভাই আব্দুস সা লামকেও সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তা দের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন।
অবস্থা গুরুতর হওয়ায় আনিসুর রহমানকে যশোর ২৫০ শয্যা জে নারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ অক্টোবর বুধবার ভোর ৪টায় তিনি মৃত্যুবরণ করেন।