শাহীন সোহেল (যশোর) চৌগাছা প্রতিনিধি!! যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের পশ্চিম পাড়া আব্দুর রহিমের মেয়ে সুমাইয়া খাতুন পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
স্থানীয়রা বলেন, ১৬ মে (মঙ্গলবার) আনুমানিক সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। পানিতে পড়ে সুমাইয়া খাতুন (২বছর৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সুমাইয়া খাতুন হলেন উপজেলার পাশাপোল ইউনিয়নের আব্দুর রহিমের মেয়ে।
সুমাইয়ার মা মিনি খাতুন বলেন, মঙ্গলবার সকালে নিজ বাড়িতেই মগ হাতে খেলাধুলা করছিল সুমাইয়া। আমার অজানাতে কখন যেন সে বাড়ির পাশে পুকুরে চলে যায় খেলতে খেলতে। দীর্ঘ সময় পর না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ১১.৪৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরিক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. খন্দকার জুলকার ইসলাম বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মৃত্যুবরণ করেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।