মো: ফখরুল ইসলাম,,(যশোর)যশোরের চৌগাছায় বাংলা দেশ জামায়াতে ইসলা মী চৌগাছা পৌর শাখার উদ্যো গে সহ যোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকেল চৌগাছা কামিল মাদ্রাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন পৌর জামায়া তে ইসলামীর আ মির মাওলানা আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলা দেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও চৌগাছা-ঝিকরগাছা যশোর-২ আসনে জাতীয় নির্বা চনের জামা য়াতে মনোনীত প্রার্থী অধ্য পক আরশাদুল আল ম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজে লা জামায়াতে ইসলামীর আমির মাও লানা গোলাম মোরশেদ।
পৌর জামায়াতের নেতা অধ্যাপক রেজা উল ইসলামে র পরিচালনায় বক্তৃতা করে ন উপজেলা জামায়াতের না য়েবী আমি র মাওলানা নুরুল ইসলাম, প্রেসক্লাব চৌগা ছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, উপজে লা জা মা য়াতের সহ-সেক্রে টারি মাস্টার কামাল আহ মেদ, মাওলা না গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের সে ক্রেটারী ডা. জি ল্লুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নেতা চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আলা উদ্দীন, পৌ র জামায়াতে নেতা কালিমুল্লাহ সিদ্দীক,মাওলানা ওস মান গনিসহ সাংবাদিক বৃন্দ প্রমুখ।
One thought on “চৌগাছায় পৌর জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ ”

Comments are closed.