Breaking News

চৌগাছায় বিএনপির যুবদলের ৪৭তম  প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

 চৌগাছা ( যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজে লায় বিএনপির যুবদলের ৪৭তম  প্রতিষ্ঠা বার্ষিকী অনু ষ্ঠিত হয়েছে।


‎রবিবার (২ নভেম্বর) বিকালে  চৌগাছা বাজারে স্বর্ণপট্রি মোড়ে বিএনপির  যুবদলের ৪৭তম  প্রতিষ্ঠা বার্ষিকীতে গণসমাবেশ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

‎এতে সভাপতিত্ব করেন  বিএনপির উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান।

‎প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির যুবদলের যুগ্ম আহবায়ক কবির হোসেন বাবু, প্রধান বক্তা যশোর জেলা বিএনপির যুবদলের যুগ্ম আহবায়ক আরি ফুল ইসলাম আরিফ।

‎পৌর বিএনপির যুবদলের আহবায়ক সালাউদ্দীন আহ মেদ পরিচালনায়  বক্তৃতা করেন যশোর চেম্বার অব কমা র্সের সভাপতি, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান খান, জেলা বিএনপির সদস্য, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশো র-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের মনো নয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম, এ আসনের আরেক মনো নয়ন প্রত্যাশী ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান নিপুন, চৌগাছা উপজেলা বিএ নপির সভাপতি এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি ইউ নুচ আলী দফাদার, বিএনপির সাধারণ সম্পাদক ও হাকি মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌ র বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আ ওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল প্রমুখ ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক স¤পাদক মোস্তা ফিজুর রহমান মোস্তাক, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কাজী আব্দুল হামিদ, সাধারণ স¤পাদক শুকু র আলী, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরি কুল ইসলাম ডাবল,ু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আ হবায়ক মেহেদী হাসান ও উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারন স¤পাদক আতিয়ার রহমান, জগদীশপুর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিদুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম, সাধারন স¤পাদক শফিয়ার রহমান, সাংগঠনিক স¤পাদক আবু হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মজনুর রহমান, সাধারন স¤পাদক আবু রায়হান, সাংগঠনিক স¤পাদক তামিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ১৬/১৭ বছর পর  বাংলাদে শ  থেকে ফ্যাসিবাদ বিদায়ের মাধ্যমে উপজেলার  আম রা  এমন  সুন্দর প্রগ্রাম করতে পাচ্ছি। বিভিন্ন ইউনিয়নে বিএনপির কর্মী, যুবদল, ছাত্রদল, কৃষ কদল,ওলামাদল সহ সকল শ্রেনীর জনতা এই যুবদলের সমাবেশে যোগদা ন করেন।

‎ছাত্র-জনতার বিপ্লব ও রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অ র্জন করেছি আমরা। দেশ পুনরায় স্বাধীন হলেও স্বৈরা চারী হাসিনা সরকারের দোষররা এখনো আছেন।

তাই আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সকলকে এক হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।

আমরা দেশের সকল মানুষকে নিয়ে দেশনায়েক তারেক রহমানের নেতৃত্বে ঐক্য ও সাম্যের বাংলাদেশ গড়তে চাই।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …