স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় বজ্রপাতে সাগর হালদার (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে বাবার সাথে বোরো ধানের জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাগর হালদার চৌগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডের হালদার পাড়ার রবি হালদারের ছোট ছেলে। বৃহস্পতিবার স্থানীয় শশ্মানে নিহতের সৎকার সম্পন্ন হয়।
নিহত সাগর হালদারের বড় ভাই সাধন হালদার জানান, বুধবার সন্ধার পর আকাশে মেঘ দেখা দিলে বাড়ির অদুরে কপোতাক্ষ নদের পশ্চিমে তারনিবাস মাঠে কেটে রাখা বোরো ধান জমিতেই স্তুপ করে রাখার জন্য আমিসহ পিতা রবি হালদার, ছোট ভাই সাগর হালদার, চাচাতো ভাই মৃত্যুঞ্জয় হালদার দ্রুত জমিতে যাই। ক্ষেতের সমুদয় ধান একটি স্থানে স্তুপ করে তা পলিথিন দিয়ে চারজন চার কর্ণারে দাড়ি ঢেকে দেয়ার কাজ করছিলাম।
রাত তখন ৯ টা বাজে এ সময় ঝিরঝির বৃষ্টির সাথে হালকা বাতাস বয়ে যাচ্ছিল, হঠাৎ বিদ্যুৎ চমকিয়ে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে আমরা সকলেই কাজ করার স্থান হতে কয়েক হাত দুরে ছিটকে পড়ে ক্ষনেকের জন্য জ্ঞান হারিয়ে ফেলি।
জ্ঞান ফিরতেই দেখি ছোট ভাই মাটিতে লুটিয়ে পড়ে আছে তার পরনে থাকা লুঙ্গি ও গায়ে থাকা টিশাটে আগুন জ্বলছে। দ্রুত ভাইয়ের কাছে যেয়ে দেখি সে মারা গেছে। শরীরের আগুন নিভিয়ে নিথর মরাদেহ নিয়ে আমরা বাড়িতে ফিরে আসি।
প্রতিবেশিরা জানান, নিহত সাগর হালদার গরিবের সন্তান, তাই বিএ পড়ার পাশাপাশি মাঠে পিতার সাথে নিয়মিত কাজ করতো একই সাথে চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের পাশে মাছ বিক্রি করেও সে রোজগার করতো। ছেলের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার দুপুরে সকল আনুষ্ঠানিকতা শেষে পান্টিপাড়া মহাশশ্মানে তার দাহ সম্পন্ন হয় বলে জানা গেছে।