নিজস্ব প্রতিবেদক,চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলা ভূমিহীন ও গৃহহীন পরিবার মুক্ত ঘোষণা করার লক্ষে প্রস্তৃতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চেয়েছেন এদেশে কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। তাঁর এ কথার বাস্তবায়ন হয়েছে। তাই ভূমিহীন ও গৃহহীন পরিবার মুক্ত ঘোষণা করার দিন আমরা যেন সরকারের সদিচ্ছার কথা বলতে পারি। একই সাথে তিনি সুবিধাভোগী জনগনও যেন উপস্থিত থাকতে পারে সে বিষয়ে নির্দেশনা দেন।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ডা. এম মোস্তানিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল প্রমূখ।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার লাকি, প্রকৌশলী রিয়াসাদ ইমতিয়াজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন, সমাজ সেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান, যুবলীগ নেতা আজাদুর রহমান খান আজাদ, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এস এম মোমিনুর রহমান, নূরল কদর, হামিদ মল্লিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ডাঃ নাসির উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা মাসিক সভায় যোগদান করেন। সভায় স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনায় অংশ নেন।