চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় ভূমি সেবা
সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।
সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা
করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসেন প্রমূখ।
সভায় ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান-পরচা, জমির ম্যাপসহ ভূমির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মেহেদি হাসানসহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ভূমি সপ্তাহ’র উদ্বোধন
ঘোষনা করেন।